কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জে জমা জমিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের কালিকাপুর শৌলমারী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও কালিগঞ্জ হাসপাতালে
চিকিৎসাধীন আছেন তিনজন।
আহতরা হলেন- রব্বানী (৫৫)-আবু তালেব(৫০)-কদবানু -(৫৫)আবু তালেব (৬০)-মুত্তাকিন (৩০)-রবিউল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, শৌলমারী এলাকার, আব্দুল গফুর ও শামসুল হকের জমা জমি নিয়ে
তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ ঘটনার পর আহত আব্দুল গফুর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলাচ্ছেন ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।