ঢাকাTuesday , 26 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সংবাদের ভাষা পরিবর্তন করতে হবে- আতাউর রহমান প্রধান

TITUL ISLAM
December 26, 2023 7:03 am
Link Copied!

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা। 
লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকদের সংবাদের ভাষা পরিবর্তন করতে বলেছেন সতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল।

সোমবার সন্ধ্যার আগে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী লাল স্কুল এলাকায় ইগল প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান।

জানা গেছে, সোমবার সন্ধ্যার আগে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দিঘীরহাট এলাকায় নির্বাচনী জনসভা করেন সতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান।

এ সময় তিনি সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নির্বাচনী ক্যাম্পে নৌকা প্রতীকের লোকজন হামলা করেছিলো। আমার ৬জন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। আর আপনারা (সাংবাদিক) লিখলেন সংঘর্ষ হয়েছে। সেখানে কোন সংঘর্ষ হয়নি, আক্রমন করা হয়েছে। তাই সাংবাদিকদের সংবাদের ভাষা পরিবর্তন করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। সাংবাদিকরা উভয়ের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেন। কারো পক্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেন না। আতাউর রহমান যে মন্তব্য করেছেন তাতে আমরা খুবই ব্যতীত।

এ নিয়ে বার্তা বাজারের লালমনিরহাট প্রতিনিধি পরিমল চন্দ্র বসুনিয়া বলেন, সাংবাদিকদের নামে যে বক্তব্য দিয়েছেন তা খুবই দুঃখ জনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।