ঢাকাSunday , 26 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

লালমনিরহাট ২ – আসনে নৌকার মনোনয়ন পেলেন সমাজকল্যাণ মন্ত্রী

TITUL ISLAM
November 26, 2023 7:38 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল কালীগঞ্জ লালমনিরহাট।

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ২ কালিগঞ্জ আদিতমারি
আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

রোববার (২৫ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নে তার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইদিন বিকেলে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকে খাদ্য প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, এবং সমাজকল্যাণ মন্ত্রী দায়িত্ব পালন করে আছেন তিনি,

এ বিষয়ে কথা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখার, সভাপতি রেফাজ রাঙ্গার সাথে, তিনি জানান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, লালমনিরহাট ২ আসনে আমার প্রিয় নেতা আলহাজ্ব নুরজ্জামান আহমেদ এমপি মহোদয়কে পরপর তিনবার মন্ত্রিত্ব দিয়ে, তথা লালমনিরহাটবাসীকে ধন্য করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী কে।

অন্য কোন সরকার ৩৫ বছরে যা করতে পারেনি, তা আওয়ামী লীগ সরকার করেছে, তাই নুরুজ্জামান আহমেদের বিকল্প নেই, তার তুলনা হয় না।

এবারও নুরুজ্জামান আহমেদ এমপি কে নমিশন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন।।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।