ঢাকাTuesday , 7 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইলেক্ট্রিক বাল্ব বাস্ট হয়ে নিমিষেই ছাই হলো সব

TITUL ISLAM
November 7, 2023 8:05 pm
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে চকমল বর্মন নামে এক দিনমজুরের বাড়িতে বাল্ব বাস্ট হয়ে আকস্মিক আগুনে চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ ৫০ হাজাে টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দিনমজুর চকমল বর্মনের বাড়িতে আকস্মিক আগুন লাগে। মুহূর্তেই এ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই চারটি ঘরের আসবাবপত্র সব পুড়ে যায়। তার মধ্যে
একটি গরু বাঁচানো গেছে।

কান্না জড়িত কণ্ঠে দিনমজুর চকমল বলেন, আমার সব শেষ গেল। অনেক কষ্টে ঘরগুলো বানিয়েছিলাম। বাড়িতে হঠাৎ আগুন লেগে আমার সব শেষ করে দিলো।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালীগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।