স্বপন দে ,হাতীবান্ধা (লালমনিরহাট ।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শারদীয় দূর্গা পুজার প্রতিমা রং এর কাজ শেষ। আর মাত্র দু’দিন পর শুক্রবার থেকে মহাষষ্ঠী দিয়ে দুর্গাপুজা শুরু হবে। তাই এখন মণ্ডপ মণ্ডপে সাজসজ্জার কাজ চলছে ।
হাতীবান্ধা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ সিংহ জানান, এবারেউপজেলায় ১২ টি ইউনিয়নে ৭৩ টা পুজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে । এদিকে হাতীবান্ধা-পাটগ্রাম সংসদীয় এলাকার এমপি বীর মুক্তিযোদ্ধা মো মোতাহার হোসেন ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ ৪৬ হাজার মণ্ডপে টাকা বিতরণ করেছেন।
এদিকে ৩৬ মেট্রিক টন ৫ শ কেজি চাল সরকার বরাদ্দ দিয়েছেন । হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহাআলম জানান , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পুজা মণ্ডপে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার- ভিডিপি ও গ্রামপুলিশ থাকবে । এ ছাড়াও পুজার দিন গুলোতে পুলিশের টহল টিম থাকব।