ঢাকাTuesday , 17 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৯৪ টি পুঁজামন্ডপে চলছে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি

TITUL ISLAM
October 17, 2023 2:48 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

আর মাত্র দু’দিন বাকী। তারপর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। ইতিমধ্যে প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন।

২০ অক্টোবর সারাদেশের ন্যায় লালমনিরহাটের ৫ টি উপজেলা ও ২টি পৌরসভার ৪শ ৬৩টি পূজামন্ডপে দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ফলে জেলায় সর্বত্রই বিরাজ করছে শারদীয় দূর্গাপূজার ব্যাপক আনন্দ উৎসব। যা ২৪ অক্টোবর, প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘটবে।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব আবহমান বাংলার শ্বাশত সংস্কৃতির অংশ হিসেবে এবার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৯৪টি পূজামন্ডপ রয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ জানান
কালীগঞ্জ উপজেলার ৯৪ টির মধ্যে ভোটমারী ইউনিয়নে ৫টি, মদাতী ইউনিয়নে ১৪টি, তুষভান্ডার ইউনিয়নে ১২টি, দলগ্রাম ইউনিয়নে ৯টি, কাকিনা ইউনিয়নে ৭টি, চলবলা ইউনিয়নে ১৯টি, গোড়ল ইউনিয়নে ১৪টি, চন্দ্রপুর ইউনিয়নে ১৪টি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পৌর সাবেক সাধারণ সম্পাদক মুহিন চন্দ্র রায় বলেন, আগামী শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দূর্গাপূজা শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমী ও বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি হীরা লাল রায় বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির যায়যায়দিন কে বলেন, প্রতিটি পূজামন্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার নিয়োগের পাশাপাশি সাদা সাদা পোশাকধারী প্রশাসন টহল দিবেন। এছাড়াও ঝুঁকিপূর্ন পূজামন্ডপে বিশেষ নজর রাখা হবে, এবং প্রতিটি পূজা মন্ডপে ক্যামেরা লাগা থাকবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।