স্বপন দে । হাতীবান্ধা( লালমনিরহাট)
বর্ষা মৌসুমে তিস্তার বন্যায় লালমনিরহাটৈর হাতীবান্ধা উপজেলার তিস্তাপাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে তিস্তাপাড়ের মানুষদের বন্যা সহনশীলতা বিষয়ক এক মত বিনিময় ১৪ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা উপজেলার দোয়ানী পূর্ব পাড়া ও চর গড্ডিমারী তে ১৪ অক্টোবর শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের সাথে এক মত বিনিময় হয়। এ সময়ে বার বার বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, রাস্তা তৈরি ও উচুঁ করণ, ব্রীজ নির্মাণ , উচুঁ স্থানে নলকূপ স্থাপন জরুরি প্রয়োজন ।
এ গুলোর অভাবে শিশুদের স্কুলে ও স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছেন না । ঐ পরিবারগুলো বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পরে । এদিকে ২৫ শ’ ফুট রাস্তার মধ্যে ১২শ’ ফুট রাস্তা বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্র কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় হয়েছে । বাকি ১৩শ’ ফুট এখনো রাস্তা নির্মাণ হয় নি।সমস্যার দ্রুত সমাধান চান এলাকাবাসী।