সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশে ব্যতিক্রম আয়োজনে সরকার প্রধান ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন হয়েছে।
সাবেক বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা কাওমি মাদ্রাসা ও এতিমখানার ১৫০জন কিশোরদের নিয়ে দোয়া মাহফিল করেছে।
আদিতমারী রেলওয়ে স্টেসন সংলগ্ন দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানা ছাত্র- শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় সরকার প্রধান শেখ হাসিনার জন্য দোয়া করেন।পাশাপাশি দেশ পরিচালনায় তার সাফল্য কামনা করা হয়।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মুরাদ বলেন,সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এর নির্দেশে দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া, কোরআন খতম,খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মুরাদ ছাড়াও সাকেক ছাত্রলীগ নেতা গোলাম জাকির, সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদ মোনজের চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠীত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম নাইমুল আলম ও সমাজ সেবক জুয়েল সহ বর্তমান নেতাকর্মীরা উপস্থিত হন।