ঢাকাWednesday , 27 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘সুস্থ বিনোদন আগামী প্রজন্মের মেধা বিকাশের মাইলফলক’ সমাজকল্যাণ মন্ত্রী

TITUL ISLAM
September 27, 2023 7:27 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

সুস্থ বিনোদন আগামী প্রজন্মের মেধা বিকাশের মাইলফলক। এজন্য শিল্প ও বাণিজ্য মেলার প্রয়োজনীয়তা অপরিসীম। এই বাণিজ্য মেলা থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে আলোকিত করতে হবে বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লালমনিরহাট চেম্বার অব কমার্সের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, এই মেলা সম্পূর্ণ বিনোদন এবং শিল্প বিকাশের জন্য। মেলায় কোনো ধরনের অশ্লীল নৃত্য বা কোনো ধরনের জুয়া চলবে না।

এছাড়া লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সহ সভাপতি শাহ আলমসহ চেম্বার পরিচালকরা। আলোচনা সভায় লালমনিরহাট

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।