ঢাকাTuesday , 19 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঢালাই শ্রমিক শরিফুলের লেখাপড়ার সব দায়িত্ব নিলেন সমাজকল্যাণ মন্ত্রী

TITUL ISLAM
September 19, 2023 3:10 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ঢালাই মিস্তুি শরিফুলের অর্থ কষ্টে ভর্তি হতে নাপাওয়াও খবর বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রচার হয়।সেই খবর সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নজরে আনেন এপিএস মিজানুর রহমান।মন্ত্রী নবগঠীত উপজেলা ছাত্রলীগকে শরিফুলের সব রকম খোঁজ খবর নিতে বলেন।তারপর ১৮ সেপ্টেম্বর রাতে মন্ত্রী এপিএস মিজানুরমানে মাধ্যমে শরিফুলের ভর্তি সহ লেখাপড়ার দায়িত্ব নেন।

সাধারণ সম্পাদক নাঈমুল আলম,সভাপতি হিমেল সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবিন্দদ ১৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় শরিফুলের বাড়িতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের দেয়া নগদ অর্থের খাম ও লেখাপড়ার সব রকম দায়িত্ব নেন।এসময় শরিফুলের বাবা রুহুল আমীন ও মামা উপস্থিত ছিলেন।

শরিফুল বলেন,এমপি মহদয় আমালর খোঁজ নোয়াতে আমার খুব ভালো লাগছে।আমি সংস্কৃতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছি।আগামী মাস থেকে ক্লাস শুরুর কথা রয়েছে।

শরিফুলের বাববা রুহুল আমীন বলেন,মন্ত্রী আমার ছেলের পাশে দাঁড়িয়েছেন।লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।আমি মন্ত্রীর জন্য দোয়া করবো।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল আলম বলেন,বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই ছাত্রদের নিয়ে কাজ করে।এ ধরনের অসহায় ছাত্রদের পাশে দাঁড়াতে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আমাদের নির্দেশ প্রদান করেন।মন্ত্রী মহোদয় শরিফুলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস মিজানুর রহমান বলেন,শরিফুলের সংবাদটি মন্ত্রী মহদয়ের নজরে আসলে সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ দেন।আমরা মন্ত্রীর নির্দেশে কাজ করছি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।