রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
কালীগঞ্জে কয়েক বছর থেকেই,এসব সড়কে রাজত্ব করছে ইজিবাইক,এসব ইজিবাইকের একটি বড় অংশের চালকের আসনে দেখা যাচ্ছে শিশুদের। এতে বাড়ছে শিশুশ্রম তেমনি ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার।
যে সময়ে হাতে বই থাকার কথা অথচ সেই সময়ে ইজিবাইকের স্টিয়ারিং। বাড়ছে শিশুশ্রম। নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশুরা যে সময়ে স্কুলে বই নিয়ে ছোটাছুটি ও হৈহুল্লোর করার কথা অথচ এই পরিবারের অভাবের যন্ত্রণায় মিঠানের জন্য
ভবিষ্যতের পরিকল্পনার কথা চিন্তা না ধরেছে
ইজিবাইকের স্টিয়ারিং।
সরেজমিন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ সড়ক মহাসড়কে বিভিন্ন পেশার অপ্রাপ্ত বয়স্ক শিশু যাদের বয়স ১০-১২ থেকে ১৪ বছরের মধ্যে এরকম অনেকের সঙ্গে কথা হলে তারা পরিবারের অসচ্ছলতার কথাই বলেছেন।
অনেক অসচ্ছল পরিবারের শিশুরা, যেমন পিতৃহারা, বিভিন্ন কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন অভাবগ্রস্ত যাদের সমাজে বেঁচে থাকার মতো কোনো অবলম্বন নেই এমন পরিবারের শিশুরা, শিশু শ্রমের দিকে ঝুঁকছে।
অভিজ্ঞ মহল বলছেন বহির্বিশ্বের অনেক দেশে অসচ্ছল পরিবারকে সরকারিভাবে পৃষ্ঠপোশকতা ছাড়াও বেসরকারিভাবে বিভিন্ন এনজিও অসচ্ছল পরিবারকে সচ্ছলতা ফিরিয়ে আনতে আর্থিক সহায়তা করা হয়। অভাবগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা হলেই আমাদের দেশে শিশু শ্রমিকের সংখ্যা কমে আসবে।
লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার কাকিনা,তুষভান্ডার, চাপারহাট,চামটা,ভোটমারী, ভুল্লারহাট, চলবলা,গোড়ল,চাকলা,নামড়ি, হাজরানিয়া,হাজিরহাট,আমিনগঞ্জ, সহ বাজারগুলোতে দেখা যায় শিশুদের হাতে ইজিবাইকের স্টিয়ারিং।
এবিষয় কথা হয় কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাকের সাথে তিনি বলেন শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছরের একদিন কম হলে তারা শিশু এরকম বয়সের কোন শিশু যদি ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সাথে যুক্ত থাকে তাদের কে আমরা চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রজেক্ট এর আওতায় তাদেরকে আমরা আর্থিক সাহায্য কাজ করছি ।