ঢাকাWednesday , 9 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনের তিন মাসের কারাদন্ড

TITUL ISLAM
August 9, 2023 1:54 pm
Link Copied!

মাদক পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন  মাস করে কারাদণ্ড দিয়ে দুই যুবককে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 ৯আগস্ট বুধবার দুপুরে কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।

সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার নামুরী ইউনিয়নের কিমামত ক্ষুদ্র চন্দ্রুপুর এলাকার রফিকুল ইসলাম পুত্র রাশেদুল ইসলাম (২৭) অপরজন কালীগঞ্জ উপজেলার চন্দ্রুপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের  পুত্র আবু তাহেরের পুত্র জাহিদ হাসান অর্নব (২৬)।

জানাগেছে সাজাপ্রাপ্ত দুই যুবক গাজা সেবনরত অবস্থায় আলামত সহ তাদের আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম তাদের ৩ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অথবা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজরে প্রেরন করেন।

স্থানীয়দের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এ উপজেলায় যোগদানের পর হতে কখনও বন্ধের দিন আবার কখন বিকেল কিংবা রাতে তিনি বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বেশ কিছু মাদক সেবিরদের সাজা প্রদান করেছেন। এতে করে নতুন করে মাদক মুক্ত কালীগঞ্জ গড়ার স্বপ্ন দেখছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  জহির ইমাম বলেন,  কালীগঞ্জ কে মাদকমুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে আমার এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।