কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের টেপারহাট উচ্চ বিদ্যালয়ে গোপাল চন্দ্র রায় নামে এক সহকারী লাইব্রেরিয়ানকে চাকুরী থেকে বঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
মঙ্গলবার দুপুরে টেপার হাট উচ্চ বিদ্যালয়ের কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী গোপাল চন্দ্র রায় তার লিখিত বক্তব্যে বলেন, আমি ২০১৩ সালে টেপারহাট উচ্চ বিদ্যালয়ে সহকারী লাইব্রেরীয়ান পদে যোগদান করি।কিন্তু সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর প্রধান শিক্ষক বানোরাম রায় আমার পরিবর্তে চাকুরিবিধি লংঘন করে অর্থের বিনিময়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন। আমি এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি একজন অসহায় কৃষক পরিবারের সন্তান। তাই আমার চাকুরীটি ফেরত চাই। অন্যথায় পরিবার পরিজন নিয়ে আমাকে পথে বসতে হবে।
এ ব্যাপারে টেপার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানোরাম রায়ের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।