লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট জেলা কারাগারে এক যুবলীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে বলে জানা গেছে। কারাগার সূত্রে জানা, যায় ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা কারাগারের হাজতী, হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা নাজমুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ অসুস্থ নাজমুল হককে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্য ঘোষণা করেন।
এবিষয়ে লালমনিরহাট কারাগারের জেলার মোঃ সফিকুল আলমের সাথে কথা হলে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাজতী নাজমুল হক অসুস্থ হলে চিকিৎসার জন্য দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে সে হৃদরোগে আক্রান্ত হয়েছিলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।