ঢাকাSunday , 6 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে রাতের আধারে ২০ শতাংশ জমির পটল গাছ কেটে দিলো দূর্বৃত্তরা

TITUL ISLAM
August 6, 2023 1:44 pm
Link Copied!

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জে আব্দুল মান্নান নামে এক কৃষকের রাতের আধারে ২০ শতাংশ জমির পটল ক্ষেতের সকল গাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার(৫ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল মান্নান ওই গ্রামের কাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের উচু ২০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করে সংসার চলে কৃষক আব্দুল মান্নানের। চলতি মৌসুমে ওই জমিতে পটল চাষাবাদ করেন। পটল গাছে পুরো মাচাংয়ে ছড়িয়ে পড়েছে। ফুল ফলও দিচ্ছে। বাজারে বিক্রি শুরু করেছেন ক্ষেতের পটল। ফলপুর্ন পটল ক্ষেতে সারাদিন পরিচর্যা করেন কৃষক আব্দুল মান্নান।

শনিবার(৫ আগস্ট) সকালে ক্ষেতে গিয়ে কৃষক আব্দুল মান্নান দেখতে পান তার পটল ক্ষেতের সকল গাছ মরে যাচ্ছে। পরে দেখতে পারের মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়ায় কে বা কাহারা শত্রুতা বশত কেটে দিয়েছে। ২০ শতাংশ জমির প্রায় ৭/৮ শত পটল গাছের সবগুলো কেটে দিয়ে দুর্বৃত্তরা।

স্থানীয়দের দাবি, পটল ক্ষেতে ৭/৮ শত গাছ কেটে দিতে নুন্যতম এক ঘন্টার অধিক সময় লেগেছে। কে বা কাহারা শত্রুতা বশত এই অপকর্ম করতে পারে। সীমান্তবর্তি এলাকা হওয়ায় কেউ কেউ দাবি করছেন মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে। কৃষক মান্নানের তেমন কোন শত্রু নেই এলাকায়।

কৃষক আব্দুল মান্নান জানান, সন্তানের মতই পটল ক্ষেতে যত্ন করতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বাজারে বিক্রিও শুরু করেছি। এমন ফল ধরা ক্ষেতে কে যে এত বড় ক্ষতি করল। পটল গাছ নয়, যেন আমার গলায় ছুরি চালিয়েছে। ন্যায় বিচার দাবি করেন তিনি।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির বলেন, এমন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।