রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চর বৈরাতী হাজিরহাট বাজারের সামনে পাশাপাশি দুই সেতু, উঠতে হয় মই দিয়ে একটি খালে দুই সেতু।
মই দিয়ে উঠতে হয় সেতুতে! সেতু এখন উল্টো বিড়ম্বনার কারণ। মই বেয়ে উঠে মই দিয়ে নামতে হচ্ছে। এতে বেশি ভোগান্তি পোহাচ্ছেন বয়স্ক মানুষ ও শিক্ষার্থীরা।
যুক্ত হয়নি ৭০ মিটার খালের দুই তীর। বরং মাঝখানে মাটি ভরাট করে সংযোগ দেওয়া হয়েছে দুই সেতুর। সাম্প্রতিক বন্যায় মাঝের সেই ১০ মিটার মাটির রাস্তা ধসে যাওয়ায় এখন মই দিয়ে উঠতে হচ্ছে সেতু দুটিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চর বৈরাতী হাজিরহাট, সংযোগ সড়কের ব্রীজে সংযুক্ত হওয়া রাস্তাটি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে । এখন এই রাস্তা দিয়ে খুব ভালোভাবে যাতায়াত করতে পারছে স্থানীয় ও আশেপাশের গ্রামের মানুষজন।
কিন্তু হাজিরহাট বাজার হতে গঙ্গাচড়া অভিমুখি ও হাজিরহাট বাজার হতে ওই খালের উত্তর দক্ষিণ পাশে ৭৯ লাখ টাকা ব্যয় , ৩০ মিটার আর একটি ব্রীজ নির্মাণ করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কিন্তু তিস্তার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ওই সেতুর ও সংযোগ সড়ক। তা এখন পযন্ত কাজ শুরু করে নাই, বিএডিসি লালমনিরহাট।
যায়যায়দিন পত্রিকায় প্রকাশিত সংবাদে ব্রীজ দুটোর মধ্যে একটির(বিএডিসি) নির্মাণ ব্যয়ের তথ্য নিয়মানুযায়ী দিতে অপারগতা প্রকাশ করেছিলেন কর্তৃপক্ষ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ৩ কোটি টাকা ব্যয় হয়েছে বলে ধারণা দেয়। যা পরবর্তীতে খোজ নিয়ে মিল পাওয়া যায়নি। তবে সংবাদ পরে বিএডিসির সহকারী প্রকৌশলী মোনায়েম হোসেন যোগাযোগ করে মোট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন,বিএডিসির নির্মাণ করা ব্রীজটির মোট ব্যয় ৭৯ লাখ ৪৭ হাজার টাকায় ৩০ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণকাজ পায় নেত্রকোণার ‘এ টি এল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সব মিলে দুটো ব্রীজে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি।
স্থানীয় দুলাল হোসেন জানান, এক মাস ধরে
রাস্তাটি ভেঙ্গে খাল পড়ে আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) র ৩০ মিটার ব্রীজটির সংযোগ সড়ক তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, এই ব্রীজ দিয়ে আমাদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে আমরা এলাকাবাসী কত বার বলছি কাজ করছে না।
এবিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী,মোনায়েম হোসেন,
বলেন বন্যায় ব্রিজের যে সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমারা ঠিকাদারকে অবগত করেছি সেটি খুব দ্রুত দ্রুত কাজ শুরু করবো।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, বলেন আমাদের ৭০ লাখ টাকায় যে ব্রীজ তৈরী করা হয়েছে , তা আমরা সেই ব্রীজের ঠিকাদার কে দিয়ে মাটি ভরাট করে রাস্তাটি ঠিক নিচ্ছি। এখানে আমাদের কোন প্রকার সমস্যা হবে না এখন ইনশাআল্লাহ। বর্তমানে রাস্তাটির কাজ যে গতিতে শুরু হয়েছে সে গতিতে কাজ করা হলে আশা করি অতি দ্রুত কাজটি সমাপ্ত হবে। এতে স্থানীয় লোকজনের দুর্ভোগ হতে মুক্তি পাবে।