ঢাকাThursday , 6 July 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

যে এলাকায় দেখার নেই কোনো সিনেমা হল!

TITUL ISLAM
July 6, 2023 12:08 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল  লালমনিরহাট।। 

আর কোন সিনেমা হল থাকলো না কালীগঞ্জ উপজেলায় । বিভিন্ন সংকটে একে একে বন্ধ হয়ে গেছে সব সিনেমা হল।

‘কাকিনা ঝুমকা সিনেমা হল’, ‘তুষভান্ডার তুষার সিনেমা হল’, ‘ স্বপ্ন বিলাশ সিনেমা হল চাপারহাট, উত্তর বঙ্গ সিনেমা হল চাপারহাট,সমরাট সিনেমা হল চামটা, এবং ‘শিমান্ত সিনেমা হল চাকলারহাট। এই ছয়টি সিনেমা হল ছিলো এখানে।

২০০ সালে বন্ধ হয়ে যায় ‘ তুষার ’ সিনেমা হল। ‘উত্তরবঙ্গ ’ সিনেমা হল বন্ধ হয় ২০৯ সালে। এরপর, কালীগঞ্জ উপজেলায় ছিলো একটি মাত্র সিনেমা হল ‘ উত্তরবঙ্গ ’। সেটিও গত ২০১৮ সালের ডিসেম্বর বন্ধ হয়ে গেছে।

‘উত্তরবঙ্গ’ হলে ছবির বুকিংয়ের দায়িত্বে ছিলেন বুকিং এজেন্ট আবু তাদের, বলেন, “ব্যবসা মন্দা ও হলের মালিক দুজন। কত আর লস করি , তার উপর আবার কোন্দল,তার কারণে বন্ধ হয়ে গেলো হলটি।”

“এখন আমাদের কালীগঞ্জে আর কোনো সিনেমা হল থাকলো না,।

সর্বশেষ, ‘ উত্তরবঙ্গ ’ হলে প্রদর্শন করা হয়েছিলো আমদানি করা চলচ্চিত্র ‘ পাসওয়ার্ড ’।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।