রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
আর কোন সিনেমা হল থাকলো না কালীগঞ্জ উপজেলায় । বিভিন্ন সংকটে একে একে বন্ধ হয়ে গেছে সব সিনেমা হল।
‘কাকিনা ঝুমকা সিনেমা হল’, ‘তুষভান্ডার তুষার সিনেমা হল’, ‘ স্বপ্ন বিলাশ সিনেমা হল চাপারহাট, উত্তর বঙ্গ সিনেমা হল চাপারহাট,সমরাট সিনেমা হল চামটা, এবং ‘শিমান্ত সিনেমা হল চাকলারহাট। এই ছয়টি সিনেমা হল ছিলো এখানে।
২০০ সালে বন্ধ হয়ে যায় ‘ তুষার ’ সিনেমা হল। ‘উত্তরবঙ্গ ’ সিনেমা হল বন্ধ হয় ২০৯ সালে। এরপর, কালীগঞ্জ উপজেলায় ছিলো একটি মাত্র সিনেমা হল ‘ উত্তরবঙ্গ ’। সেটিও গত ২০১৮ সালের ডিসেম্বর বন্ধ হয়ে গেছে।
‘উত্তরবঙ্গ’ হলে ছবির বুকিংয়ের দায়িত্বে ছিলেন বুকিং এজেন্ট আবু তাদের, বলেন, “ব্যবসা মন্দা ও হলের মালিক দুজন। কত আর লস করি , তার উপর আবার কোন্দল,তার কারণে বন্ধ হয়ে গেলো হলটি।”
“এখন আমাদের কালীগঞ্জে আর কোনো সিনেমা হল থাকলো না,।
সর্বশেষ, ‘ উত্তরবঙ্গ ’ হলে প্রদর্শন করা হয়েছিলো আমদানি করা চলচ্চিত্র ‘ পাসওয়ার্ড ’।