ঢাকাThursday , 6 July 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তিস্তার পানি বিপদসীমার নিচে, জনমনে স্বস্তি

TITUL ISLAM
July 6, 2023 9:12 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট। 

উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে জেলার পাঁচ উপজেলার মানুষের জনমনে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর পানি কমে গিয়ে চর এলাকায় জেগে উঠেছে তলিয়ে যাওয়া ফসলি ক্ষেত। আর নিম্নাঞ্চলের যে সব এলাকার রাস্তা ঘাটে পানি উঠেছিলো তা নেমে গেছে। তাই চরের জমিতে কাজ করতে যাচ্ছেন নদীপাড়ের মানুষজন।

কালীগঞ্জ উপজেলার তিস্তা ভোটমারী শোলমারীর চর এলাকার আব্দুল মালেক জানান, বুধবার তিস্তায় হঠাৎ পানি বাড়ায় ফসলি ক্ষেত ডুবে যায়। বৃহস্পতিবার সকালে আবারও সেই ফসলি ক্ষেত থেকে পানি নেমে গেছে। এখন জমিতে কাজ করতে যাচ্ছি । এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাকিনা, বৈরাতী কাশিরাম এলাকায় ও পানি কমতে শুরু করেছে, পানি কমে যাওয়ায় এখন তারা খুশি।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) গেট খুলে রাখা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।