প্রতারণার মাধ্যমে ২৮৬টি বিয়ের অভিযোগে জাকির হোসেন ব্যাপারী নামে একজনকে গ্রেফতার করেছে তেঁজগাও থানা পুলিশ। জাকির লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ৩৮ বছর বয়েসী এই যুবক এক যুগ ধরে বিভিন্ন সময়ে কখনো কাবিন করে কিংবা শুধু কালেমা পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ২৮৬ নারীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করেন তিনি। ফেসবুকে নিজেকে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিতেন এই জাকির।
রাজধানীর মিরপুরের এক নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে সেই নারীকে জাকির নিজে ২৮৪টি বিয়ের ঘটনা জানায়। তার অভিযোগের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করে তেজগাঁও পুলিশ ।
তেজগাঁও থানার এএসআই অখিল চন্দ্র বলেন, ২৮৬ বিয়ের অভিযোগে জাকির নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে । সে এখন থানায় রিমান্ডে আছে ।
তেজগাঁওয়ের একটি ধর্ষণ মামলায় গত মঙ্গলবার, ১৯ নভেম্বর সন্ধ্যায় প্রতারক জাকিরকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানান, প্রতারক জাকিরের বিরুদ্ধে মিরপুর থানায় এক নারী মামলা করেছিলেন। তার সঙ্গে প্রতারণা করে বিয়ে বা শারীরিক সম্পর্ক গড়েছিলেন তিনি।
সেই নারী মামলা করার কারণে ক্ষুব্ধ হয়ে তার মোবাইল ফোনে মেসেজ দিয়ে জাকির লিখেছিলেন, ‘তোর মতো ২৮৬ জনকে পার করলাম। আর তুই মামলা করলি।’ মূলত তার ওই খুদেবার্তা থেকেই বেরিয়ে আসে জাকিরের প্রতারনার তথ্য।
পুলিশ জানিয়েছে, প্রতারণার মাধ্যমে জাকির অনেক মেয়েকেই বিয়ে বা তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন এ বিষয়টি প্রাথমিক তদন্তে জানা গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য জাকিরকে আদালতে হাজির করার কথা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।