ঢাকাMonday , 29 May 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট অনলাইন নিউজে সংবাদের পর, বন্ধ হল তিস্তা সেতু দিয়ে ভারী-যান চলাচল

TITUL ISLAM
May 29, 2023 9:59 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট

চার বছর আগে কাকিনা-মহিপুর-শেখ হাসিনা
সেতুটি উদ্বোধনের পর বন্ধ থাকে ভারী যানবাহন চলাচল সেই সিদ্ধান্ত বহল থাকলেও সম্প্রতি এ সড়কে ভারী যান চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর বোঝাই শত শত ট্রাক ওই সড়কে চলাচল করছে। ফলে সড়কটিতে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়।

যার কারণে ভারী যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে সড়কটি। উল্লেখ্য যে গত ২৯ জানুয়ারি লালমনিরহাট অনলাইন নিউজে ( দ্বিতীয় তিস্তা সেতুর নাজুক সড়কে পাথর বোঝাই ট্রাকের চলাচল) এই শিরোনাম একটি সংবাদ প্রকাশ হয় আর সেই সংবাদের পর অবশেষ (গতকাল২৮ মে ) রাতে ভারী যানবাহন চলাচল বন্ধ করে জেলা প্রশাসন।

লালমনিরহাটের কাকিনা-মহিপুর-শেখ হাসিনা সেতুর দুই পাশেই সংযোগ সড়ক দিয়ে ৫ টনের বেশি ভারী যান চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করেছে, চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা আঞ্চলিক পরিবহন কমিটি। জেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ করে দেন উপজেলা প্রশাসন সহ স্থানীয় চেয়ারম্যান।

কাকিনা মহিপুর শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুর দুই পাশেই সংযোগ সড়ক নির্মিত হয়েছে তিস্তা নদীর বালুর ওপর। ফলে সড়কটি নাজুক। এর ওপর দিয়ে পাথর বোঝাই ট্রাক চলাচল করায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ও গর্ত হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ মে) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,রবিবার রাত ১০ টার দিকে মহিপুর সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত
হওয়ায়। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় এই সেতু দিয়ে সব ধরনের ভারী যান চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত ভারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনার দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়ক পুরোপুরি ভাবে মেরামত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকরের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে প্রথম বার এর আগে নির্মাণ ব্যয় তিন গুণ বৃদ্ধি করেও শেষ রক্ষা হলো না লালমনিরহাটের দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কের। উদ্বোধনের দু’দিন আগেই ২০১৮(১৪ সেপ্টেম্বর) সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেতুটি।

এবং ১৬ জানুয়ারী ২০২২ আবারো দ্বিতীয়বারের মতো ক্ষতিগ্রস্ত হয়, তিস্তার প্রবল স্রোতে উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর সড়কের ভেঙে যায়। এত প্রায় তিন মাস ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তাটি দিয়ে চলাচল করা করে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।