আহসান সাকিব হাসান :
লালমনিরহাটে লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয়ে শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মে) সকালে জেলার স্থানীয় খাদ্য উৎপাদন ও বিপননের সাথে জরিত ব্যবসায়ী,সরকারি,বেসরকারি, এনজিও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
সিভিল সার্জন নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বক্তব্য রাখেন ভেজাল খাদ্য প্রতিরোধে ভোক্তা এবং উৎপাদন ও বিপনন কর্মকর্তারা। বক্তারা বলেন, স্থ সবল জাতি গঠনে ভেজাল খাদ্য পরিহার করে নিরাপদ খাদ্য গ্রহন ও নিরাপদ খাদ্য গ্রহনের পথকে সহজলভ্য করার জন্য বলা হয়েছে। এছাড়াও ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের নানান উদ্যােগের তথ্য তুলে ধরা হয়েছে।
কনসালটিং ফার্ম, গ্লোসি মিডিয়া, ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় ওয়ার্কশপটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানের বিষয়গুলো প্রচার করতে স্থানীয় জনবহুল বাজারে বিভিন্ন দোকান, বেকারি, হোটেল, সহ জনগণের মাঝে সচেতনামূলক সংগীত পরিবেশন করে লিফলেট বিতরণ করা হয়