ঢাকাSaturday , 6 May 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

TITUL ISLAM
May 6, 2023 6:37 pm
Link Copied!

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিভার মিলনবাজার এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সিট বক্স থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ চালক আদম আলীকে (২১) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে চালক আলীসহ তিনজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক আলী ওই এলাকার ফয়জার আলীর ছেলে।

এ মামলায় পলাতকরা হলেন- একই গ্রামের বছের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) ও সবদল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিপুল মিয়া (২৪)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিভার মিলনবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে একটি ইজিবাইক জব্দ করা হয়। পুলিশে দেখে মাদক কারবারি শফিকুল ও বিপুল পালিয়ে যান।

পরে ইজিবাইকটি তল্লাশি করে সিট বক্স থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দসহ চালক আলীকে আটক করা হয়। জব্দ করা হয় ইজিবাইকটিও।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চালক আলী ও পলাতক দুই কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।