লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই জুয়াড়িকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা হারে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার(৬ মে) এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রওজাতুল জান্নাত।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপেরবাজার এলাকার মৃত কান্তেশ্বর বর্মনের ছেলে মন্তেশ্বর বর্মন(২৭) ও একই এলাকার মৃত কমেজ উদ্দিনের ছেলে ফজলুল রহমান(৩০)।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজারে জুয়ার আসর বসেছে এমন একটি গোপন খবরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাকীরা পালিয়ে গেলেও জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়াড়িকে আটক করে পুলিশ।
শুক্রবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করলে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা হারে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোজাম্মেল হক।