রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে কালীগঞ্জের সাত গ্রামের মুসল্লিরা।
স্থানীয়দের ভাষ্যমতে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুশৃঙ্খলভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। অতীতেও তারা একইরকমভাবে ঈদ উৎযাপন করেছেন।
লালমনিরহাটের কয়েকটি স্থানে ঈদুল ফিতর পালিত হবে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের হারিশর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইমান আলী।
তিনি বলেন, প্রতিবার আমরা সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ পালন করি। ঈদের জামাতে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর,আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেবেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।