রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
সার্বিক কর্মদক্ষতায় রংপুর রেঞ্জে মার্চ মাসে ২য় অবস্থান অর্জন করেছে আদিতমারী থানা। এছাড়াও সার্বিক কর্ম মূল্যায়নে জেলায় বিশেষ অবদান রাখায় বিশেষ পুরষ্কার প্রদান করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকেলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক এক বিবৃতিতে এসব তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয়, মার্চ-২০২৩ মাসের সার্বিক পারফরমেন্সে আদিতমারী থানা রংপুর রেঞ্জ এ ২য় অবস্থান প্রাপ্তি হওয়ায় এবং সাবির্ক কর্মমূল্যায়নে লালমনিরহাট জেলায় বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছে। এছাড়াও আদিতমারী থানার এসআই মিজানুর রহমান তার সার্বিক পারফরমেন্সে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরের পুরস্কার পেয়েছেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমার সকল সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের ঐকান্তিক প্রচেস্টা, কর্মতৎপরতা, অনুপ্রেরণা, শক্তি, সাহস ও ভালোবাসার মাধ্যমে আজকের আমাদের এই অর্জন। যা ভবিষ্যতে আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উদ্দীপক হিসেবে কাজ করবে। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি। সেই সাথে আদিতমারী থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারী বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি।