লালমনিরহাট কালীগঞ্জে যন্ত্রদানব ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী আদিতমারী উপজেলার নামুড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হোসেন আলী বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওয়াবদা বাজার এলাকায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল এসময় দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টরটির মালিক আদিতমারী উপজেলার কাশিয়াবাড়ী এলাকার আব্দুল জলিলের ছেলে সিরাজুল ইসলাম।
কালীগঞ্জ থানার (ওসি তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।