প্রশান্ত কুমার রায়, লালমনিরহাট।।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আওয়ামী লীগকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন ও নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন দেবদাস রায় বাবুল।
এছাড়াও তিনি রাজনৈতিক কর্মকান্ডর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার সাথে সার্বিকভাবে সহযোগিতা করে চলেছেন। তার এই ধারাবাহিক কার্যক্রমকে সম্মান জানাতে আদিতমারী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে কুমীড়িরহাট নামক স্থানে, আদিতমারী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সম্মাননা স্মারক
প্রদান করা হয়।
নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, বাবু দেবদাস রায় বাবুল কে,সন্মানা স্বারক প্রদান করে, তপন কুমার ঘোষ(সাধারণ সম্পাদক,আদিতমারী পূজা উদযাপন পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ভাদাই ইউনিয়ন শাখা) ও পূর্ণ চন্দ্র বর্মন, সভাপতি, আদিতমারী পূজা উদযাপন পরিষদ।
নেতৃবৃন্দ তার সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।
উল্লেখ্য বাবু দেবদাস রায় বাবুল বর্তমানে,কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সুদক্ষ ভাবে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
দেবদাস রায় বাবুল অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করে সকলের ভালবাসায় শিক্ত হন।