অপ সাংবাদিকতা রোধে কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৯০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি শেখ আব্দুল আলিম
ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর কালীগঞ্জ প্রতিনিধি সহিদুল ইসলাম এবং যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি নুর আলমগীর অনু, যুগ্ন সম্পাদক, নিয়াজ আহমেদ শিপন, কোষাধক্ষ্য, প্রশান্ত কুমার রায়, তথ্য বিষয়ক সম্পাদক, তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম বারী , কার্যকারী সদস্য, হাসানুজ্জামান হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য, তারিকুল ইসলাম নির্বাচিত হন।
বুধবার (২২ মার্চ ) রাত ৯টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নুর ইসলাম আহমেদ, যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সরকার মাজারুল মান্নান,তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি, এটিএম আবু মুসা শামিম,বিশিষ্ট ব্যবসায়ী এলাহি বকস্ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।