ঢাকাSaturday , 18 March 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দিতে হবে -মমতাজ আলী

TITUL ISLAM
March 18, 2023 9:30 am
Link Copied!

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।

সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা মমতাজ আলী শান্ত বলেছেন, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। আর শিক্ষাকাল হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত। একজন মানবসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শিখতে শুরু করে। একজন শিশুকে নৈতিকতা ও মূল্যবোধ চর্চায় অভ্যস্ত করা জরুরি।

শনিবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহুলী গিয়াস উদ্দিন নূরানি ও কওমি মাদ্রাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মমতাজ আলী শান্ত বলেন, নৈতিকতা ও মূল্যবোধই ধর্মের মূল শিক্ষা। নৈতিকতার মূল্যবোধই মানুষকে সব খারাপ কাজ থেকে মুক্ত রাখে। যার নীতি- নৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই সে ধার্মীক হতে পারে না। কারণ ধর্মের শিক্ষাই হলো সত্যতা ও সততা। তাই আজকের এই শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। তবেই বিপথে যাবে না একজন শিশু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ মোজাম্মেল হক, মাদ্রাসা সভাপতি মো: হাতেম আলী, চলবলা ইউপি’র ৭ নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল করিম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: পেয়ারী বেগম, কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ইয়াছিন আলী, ৩নং ওয়ার্ড সদস্য মো: শরফ উদ্দিন, ৫ নং ওয়ার্ড সদস্য মো: শাহাবুদ্দিন, সাংবাদিক হাসানুজ্জামান হাসান, ব্যবসায়ী রায়হান কবির, মো: রাজু মিয়া সহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকগণ প্রমূখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।