মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলা হলরুম অডিটরিয়ামে, গণ শুনানি অনুষ্ঠানে সাধারণ জনগণের মতামত শুনে , জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ র কাছে ভৌতিক বিদ্যুৎ বিলের বিষয়ে অভিযোগ করলে, সেসব অভিযোগের কথা শুনেন এবং প্রতিশ্রুতি দেন তাদের বিরুদ্ধে প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সাথে কথা হলে তিনি বলেন ডিসি স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন কেউ যদি ভৌতিক বিদ্যুৎ বিলের প্রমাণসহ ডিসি অফিস বারাবর অভিযোগ করেন, তাহলে বিদ্যুৎ বিভাগের সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
গন শুনানি অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যুৎ অফিসের কর্মচারীদের উদ্দেশ্যে বলেন , মিটার দেখে বিদ্যুৎ বিল করার আহবান জানান ও তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, ও আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।