লালমনিরহাটের কালীগঞ্জে মশিউর রহমান বিপ্লব নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ও বিকাশের পাঁচটি মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা এর বিচার ও প্রতিবাদের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার ১৬ ফেব্রæয়ারি দুপুর ১২ টার দিকে তুষভান্ডার বাজার ব্যবসায়ী সমিতি ব্যানারে তুষভান্ডার বুড়িমারী মহাসড়ক বন্ধ করে এ কর্মস‚চি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন দলের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বণিক সমিতির সভাপতি জুয়েলের সভাপতিত্ব মানববন্ধন উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি রাঙ্গা,তুষভান্ডার কাপড় ব্যবসায় সুজাদাল খতিব , সাইফুল ইসলাম, ফজলুল হক, শাহ আলম সহ ঘন্টাব্যাপী ব্যবসায়ীগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন মশিউর রহমান বিপ্লবের ওপর ১৪ ফেব্রæয়ারি) রাতে দোকান বন্ধ বাড়ি যাওয়া পথে রাস্তায় বাঁশ ফেলে, সন্ত্রাসীদের আক্রমণ করে, ম‚ল্যবান জিনিসপত্র সহ বিকাশের পাঁচটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দ্রæত গ্রেপ্তার হামলার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানান।
সেই সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে তুষভান্ডার বাজার বণিক সমিতির উদ্যোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।