ঢাকাWednesday , 9 November 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কালীগঞ্জে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

TITUL ISLAM
November 9, 2022 5:28 am
Link Copied!

লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভোর রাতে জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অর্ন্তগত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্তে ৯২১/৯২২ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আদিতমারী উপজেলার মহিষতুলী গ্রামের সানোয়ারের ছেলে ওয়াছ কুরোনী (৩২) ও একই উপজেলার মহিষতুলি ঝাড়িঝাড় গ্রামের সাদেক আলী ছেলে আইনাল হেসেন (৩০)।

এ বিষয়ে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে বাংলাদেশের লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অন্তর্গত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্তে কাটা তারের বেড়া দিয়ে গরু পারাপার করতে গেলে ভারতের ৭৫ বিএসএফের টহলরত সদস্যরা তাদেরকে দেখে ফেলে গুলি করে। এ সময় তারা দুজনই ঘটনাস্থলে মারা যান।

তিনি আরো জানান, বুধবার সকালে এলাকাবাসী ও আত্নীয়রা খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাথম।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম জানিয়েছেন, গুলিতে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ পাঠানোসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।