ঢাকাFriday , 4 November 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

TITUL ISLAM
November 4, 2022 5:16 pm
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের গর্তে পড়ে মুস্তাকিন নামের ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মুস্তাকিন উপজেলা কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার স্থায়ী বাসিন্দা মিন্টু মিয়ার ছেলে।

৪ঠা নভেম্বর ( শুক্রবার) রুদ্রেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে যে, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে গতকাল বালু উত্তোলন শেষ হলে অবৈধ ড্রেজার মেশিন উঠিয়ে নিয়ে যায় ড্রেজার ব্যবসায়ীরা। আজ উক্ত স্থানে শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে যায় এবং মুস্তাকিন এর মৃত্যু ঘটে।

এলাকাবাসীরা জানান, কালীগঞ্জ উপজেলার সর্বত্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন সিন্ডিকেট সক্রিয়। এদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে দিনে দিনে এরা বেপরোয়া হয়ে উঠেছে। যে সকল ড্রেজার মালিকেরা ফসলি জমি হতে আরম্ভ করে নদী রাস্তা ও বাড়ির পাশাপাশি স্থান থেকে বালু উত্তোলন করে আসছে। দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি এমন দাবী এলাকাবাসীর। এলাকার স্থানীয় সচেতন মহল মনে করেন, যদি এসকল বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেত তাহলে হয়তো আজ শিশু মুস্তাকিন কে অকালে প্রাণ দিতে হতো না।

এদিকে শিশু মোস্তাকিন এর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে পিতা-মাতা অনেকটা দিশেহারা হয়ে পড়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল, মুস্তাকিন এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।