ঢাকাThursday , 3 November 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

আদালতের নির্দেশনা বাস্তবায়নে উদাসীন কর্তৃপক্ষ

TITUL ISLAM
November 3, 2022 2:24 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিহাটের কালীগঞ্জে আদালতের নির্দেশনা নাম নিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রতিপক্ষ। এমন ঘটনায় ভোগান্তির শিকার হচ্ছেন বেশ কয়েকটি পরিবার।

তুষভান্ডার ইউনিয়নের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।

সরে জমি নিয়ে জানা গেছে, মোক্তার হোসেন ২৫/৩০ বছর পূর্বে ইমারত আলী গং এর নিকট হতে বসত বাড়ির ও যাতায়াতের রাস্তার জমি ক্রয় করে বসতবাড়ি বানিয়ে ক্রয় কৃত রাস্তার জমি দিয়ে চলাচল করে আসছিলেন।

হঠাৎ মাস দুইয়েক পূর্বে ইমারত আলী গং মোক্তার হোসেনের চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এ বিষয়ে মোক্তার হোসেন আদালতের একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বিচারক মোক্তার আলীর অভিযোগের সতত্যা পেয়ে কালীগঞ্জ থানার ওসি ও স্থানীয় গ্রাম আদালতকে  সমাধানে ব্যবস্থা নিতে নিদের্শনা প্রদান করলেও আজোও কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় থানা বা গ্রাম আদালত।

যার ফলে একঘরে হয়ে পড়েছে মোক্তার আলী ও তার প্রতিবেশিরা।

এ বিষয়ে মোক্তার আলী বলেন, রাস্তাটির জমি আমি ক্রয় করেছি। তারা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দিছে। আদালতে মামলা করেছিলাম আদালত রাস্তার সমস্যা নিরসনে ওসি কালীগঞ্জ ও গ্রাম আদালতকে নির্দেশনা দেন। কিন্তু তারা কেউ কোনরুপ ব্যবস্থা না নেয়ায় আমরা একঘরে হয়ে পড়েছি। আমি প্রশাসনের সুদৃস্টি কামনা করছি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।