মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিজয় দিবস উপলক্ষে চার বিরঙ্গনাকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা।
রোববার(১৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত বিরঙ্গনারা হলেন, লালমনিরহাট সদর উপজেলা গোকুন্ডা গ্রামের মৃত মফিজ উদ্দিনের মেয়ে রেজিয়া বেওয়া,লালমনিরহাট শহরের সাহেব পাড়া এলাকার মৃত ধীরেন চন্দ্র রায়ের স্ত্রী শেফালী রানী, তিস্তা বাড়াইটারী গ্রামের মৃত ডা. শশি মোহন বর্মনের স্ত্রী জ্ঞানো বালা, তিস্তা শিক্ষারটারী গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী মোসলেহা বেওয়া।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোকরেমা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ডিসি পত্নী শাহিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি এসপি পত্নী শাম্মী আখতার, সহ সভানেত্রী কবি সাহিত্যিক ফেরদৌসী আরা বিউটি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জয়শ্রী রানী রায় প্রমুখ।