ঢাকাFriday , 27 May 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ হলো ‘অভিশপ্ত আগস্ট’

TITUL ISLAM
May 27, 2022 8:49 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে মঞ্চায়িত “অভিশপ্ত আগস্ট” নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার) এবং নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।

নাটক মঞ্চায়ন শেষে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম)-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, কবি ফেরদৌসী বেগম বিউটি, নাটকটির রচনা ও নির্দেশক নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান প্রমূখ।

এ সময় নাটকের গল্পের মাধ্যমে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করার বিষয়টি স্পষ্ট ভাবে ফুটে তোলা হয়েছে যা নিয়ে বক্তারা অনুভূতি প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীন বাংলাদেশ হতো না। অভিশপ্ত আগস্ট নাটকের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাকরা ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে যা একটি কালো অধ্যায়ের সূচনা করে বাংলাদেশের ইতিহাসে। বিষয়টি সুস্পষ্ট ভাবে মঞ্চ নাটকের মাধ্যমে চমৎকার নাট্য শৈল্পিকভাবে ফুটে তোলার জন্য ধন্যবাদ জানান তারা।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর, সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম) জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মতিয়ার রহমান, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল (এ-সার্কেল), লালমনিরহাট পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ইনচার্জ, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।