ঢাকাTuesday , 10 May 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

TITUL ISLAM
May 10, 2022 2:08 pm
Link Copied!

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটো চালকের সঙ্গে রাজমতি সীডস্ নামে এক কোম্পানির ম্যানেজারের সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১০ মে) দুপুরে ওই কোম্পানির হাতীবান্ধা উপজেলা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় রাজমতি সীডস্ কোম্পানির চেয়ারম্যান মতিয়ার রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্য থেকে জানা যায়, গত সোমবার বেলা তিনটার দিকে রাজমতি সীডস্ এর  (হাতীবান্ধা-পাটগ্রাম) শাখার ম্যানেজার জুলফিকার বাদশা অফিস থেকে তার নিজ বাড়িতে যাওয়ার সময় হাতীবান্ধা হাটখোলা নামক এলাকায় এক অটো চালকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই এলাকার জয়নাল শাহ’র ছেলে হায়দার শাহের সঙ্গে ম্যানেজার জুলফিকার বাদশা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এরই জের ধরে ওইদিন বিকেল পাচঁটার দিকে রাজমতি সীডস্ এর ম্যানেজার জুলফিকার বাড়ি হতে অফিসে আসার সময় উপজেলার হাটখোলা নামক এলাকায় পৌঁছালে একই আলী শাহা’র ছেলে আজগর আলী ও সহযোগীরা তার পথরোধ করে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ওই ম্যানেজারের কাছে থাকা দশ লাখ পাচঁ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

এদিকে এ অভিযোগ  অস্বীকার করে আলী শাহ বলেন, এ গুলো সম্পূর্ণ মিথ্যা ও আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন,এ ঘটনায় আমরা দু পক্ষের অভিযোগ পেয়েছি। টাকা ছিনতাই হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।