লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার বাউরা রেলগেট এলাকায় থেমে থাকা ট্রাকে আরএকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক দোলোয়ার হোসেন (২৩) নিহত হয়েছেন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক দোলোয়ার হোসেন রংপুর মিঠাপুকুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক যাহার নং ঢাকা- মেট্রো-ট-১৫-১৮৭৮ ওই স্থানে পৌঁছলে থেমে থাকা আরএকটি ট্রাক যাহার নং রংপুর ১১-১৬৭৬ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানা পুলিশের ওসি প্রসূন কান্তি দাস ঘটনান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ট্রাক দুইটি হাইওয়ে থানা আনা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।