ঢাকাWednesday , 16 February 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনের মধ্যে দিয়ে কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

TITUL ISLAM
February 16, 2022 4:59 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি, মেধা, দারিদ্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন-এ শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১২ টায় কালীগঞ্জ উপজেলার আর এম এম পি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পর (এলডিডিপি) সহযোগিতায় ও কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম।

স্বাগত বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ স্বপন চন্দ্র সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা ভুমি অফিসার ইসরাত জাহান সনি।
মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাসালিন,
প্রাক্তন অধ্যাপক মিজানুর রহমান ও প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল।

প্রাণীসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে খামারীরা তাদের গবাদিপশু নিয়ে হাজির হয়েছিলেন। প্রদর্শনীতে ৩৫ টি স্টল স্থান পায়।

 

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।