ঢাকাSaturday , 5 February 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

খামার থেকে পোষা গরু নিয়ে গেল বিজিবি ঃ মালিকানা যাচাইয়ের নির্দেশ দিলেন আদালত

TITUL ISLAM
February 5, 2022 12:18 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় গরুর খামার থেকে পোষা ২৮ টি গরুকে ভারতীয় গরু দাবী করে উদ্ধার করে নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । এ সময় প্রতিবাদ করায় ওই খামারের মালিক ওসমান গনিকেও আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।তবে এ  ঘটনায় ওই গরু মালিকানা যাচাই করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
 
শুক্রবার বিকালে লালমনিরহাট আমলী আদালত-৪’র বিচারক আহসান হাবিব এ নিদের্শ প্রদান করেন। এর আগে বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে একটি গরুর খামার থেকে পোষা ২৮টি গরুকে ভারতীয় গরু দাবী করেন উদ্ধার করেন স্থানীয় বিজিবি ক‌্যাম্পের টহল দল এমন অভিযোগ স্থানীয়দের । আটক করা হয় খামারের মালিকেও। আটককৃত ওসমান গনি উপজেলার ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়িতে খামার তৈরী করে গরু পালন করে আসছেন ওই এলাকার ওসমান গনি। বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিজিবি ক‌্যাম্পের টহল দল ওই খামারে গিয়ে অভিযানের কথা বলে তার পোষা ২৮টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করলে ওসমান গনিও আটক করে বিজিবি। এ সময় পরিস্থিতিউত্তেজিত খবর পয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন ও  থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে গরু গুলো উদ্ধার করে নিয়ে যায় বিজিবি।
 
শুক্রবার ওই গরু গুলোর বৈধ মালিকানা দাবী করে আদালতে আবেদন করেনওসমান গনির পরিবার । আবেদনের ভিত্তিতে লালমনিরহাট আমলী আদালত-৪’র বিচারক আহসান হাবিব ওই গরু গুলোর মালিকানা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাতীবান্ধা থানা পুলিশকে।
 
তবে স্থানীয় বিজিবি’র দাবী , দীর্ঘদিন ধরে ওসমান গনি অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে এসে ব্যবসা করছেন। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ওসমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে ভারতীয় ২৮টি গরু পাওয়া যায়। চোরাচালানের সাথে জড়িত থাকায় ওসমানকে আটক করা।
 
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আদালতের একটি নির্দেশ পেয়েছি। আমরা তদন্ত করে আদালতের নির্দেশে যথা সময় প্রতিবেদন জমা দিবো। 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।