ঢাকাWednesday , 10 November 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সৌরবিদ্যুতের পিলার পড়ে ট্রাক্টরচালকের মৃত্যু

TITUL ISLAM
November 10, 2021 9:47 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জে সৌরবিদ্যুতের পিলার পড়ে রিংকু (২৮) নামে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।

ট্রাক্টরচালক উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাটের খামারপাড়া গ্রামের জছির আলী ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের নদীবেষ্টিত শৌলমারীতে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের সৌরবিদ্যুৎ কেন্দ্রে গড়ে ওঠছে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে ট্রাক্টরে করে সেখানে পিলার নিয়ে যাওয়া হচ্ছিল।

তিস্তার বালুচরে সৌরবিদ্যুৎ কেন্দ্রে পিলার নামানোর সময় ট্রাক্টরচালক ও হেলপারের শরীরে পিলার পড়ে। এ সময় দুজনই আহত হয়। পরে আহত হেলপার লিটনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ট্রাক্টরচালক মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা জানান, ভারী পিলার শরীরে পড়ায় রিংকু বুকে আঘাত পান। তাকে দ্রুত হাসপাতালে আনা হলে তাকে বাঁচানো যেত। কিন্তু হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়ায় তিনি মারা যান।

ট্রাক্টরচালক রিংকুর পরিবারের দাবি, রিংকুর শরীরে পিলার পড়লে এলাকাবাসী এগিয়ে এলেও ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের কর্মকর্তারা কেউ এগিয়ে আসেনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরচালক রিংকুর পরিবার এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি। পরিবার অভিযোগ দিলে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।