ঢাকাWednesday , 12 May 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ছুটির আগেই অফিস বন্ধ বাসায় গেছে কালীগঞ্জের বিভিন্ন অফিসের কর্মকর্তা

TITUL ISLAM
May 12, 2021 8:37 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
ছুটির আগেই অফিস বন্ধ বাসায় গেছে কালীগঞ্জের বিভিন্ন অফিসের কর্মকর্তা।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হলেও লালমনিরহাটের কালীগঞ্জে সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটির একদিন আগে ১২ মে অফিস বন্ধ করে বাসায় গেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,প্রাণিসম্পদ কর্মকর্তা।
সরে জমিনে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,উপজেলা প্রণিসম্পদ কার্যালয়, বুধবার (১২ মে) সকাল ১১ টার পর গিয়ে দেখা যায়  অফিসের সকল কক্ষে তালা ঝুলছে। সরকারী নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ছুটির একদিন আগেই অফিস বন্ধ করে কর্মস্থল ত্যাগ করেছেন।
অথচ ইউএনও অফিস,প্রকল্প বাস্তবায়ন অফিস, হিসাব রক্ষক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আগের মতই অফিস করছেন।
খোজ নিয়ে জানা গেছে, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু  কর্মস্থলে নিয়মিত আসেন না। অফিস টাইম শুরু হওয়ার অনেক পরে অফিসে আসেন তিনি এবং শেষ হওয়ার আগেই চলে যান।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন,   জরুরী কাজ ছাড়া অফিস খোলা হয় না। সরকারী নির্দেশ আছে কর্মস্থল ত্যাগ করা যাবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লক ডাউন চলছে তাই অফিসে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
অফিস বন্ধের বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে একাধিকাবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খাঁন বলেন, কি কারণে অফিসে কেউ নাই তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।