লালমনিরহাটের হাতীবান্ধায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাতীবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র মোহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় হাতীবান্ধা ফায়ার স্টেশন কর্মকর্তা মতিয়ার রহমানের নেতৃত্বে অগ্নিকান্ড, ভুমিকম্প, দূর্ঘটনা পরবর্তী অভিযান, অগ্নি নির্বাপণ, দূর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়া দেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, বিভিন্ন ধরনের দূর্ঘটনা প্রতিরোধে জনগনকে সচেতন করতে আমাদের এ মহড়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।