ঢাকাSaturday , 20 March 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আপনি চাইলে আপনার এলাকা থেকে মাদকের শিখর তুলে ফেলতে পারেন ওসি কালীগঞ্জ

TITUL ISLAM
March 20, 2021 5:08 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ বলেছেন চাইলে আপনার এলাকা থেকে মাদকের শিখর তুলে ফেলতে পারেন,জনগনের বন্ধু হয়ে থাকতে চায় পুলিশ।

শনিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষ্ণ কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার সাধারন লোকজনকে সচেতন করতে বিট পুলিশের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ওসি এসব কথা বলেন।

পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা। বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশনায়, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহ ও পারিবারিক কলহ প্রতিরোধে দলগ্রাম ২৪ নং বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নারী নির্যাতন,বাল্যবিবাহ, মাদক,জুয়া,পারিবারিক কলহ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এবং ২৪ নং বিট পুলিশের ইনচার্জ ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম।

উক্ত উঠান বৈঠক আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান রাবিন্দ্রনাথ বর্মন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ধনপতি বর্মনসহ উঠান বৈঠকে এলাকার সকল শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।