লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় অগ্নিকান্ডে ৩ টি ঘর, মালামাল ও নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের খানের বাজার এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মনোয়ার হোসেনের বাড়িতে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এ সময় তার বাড়িতে কেউ না থাকায় আমরা হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। এতে ওই পরিবারের ৩টি বসতঘর, মালামাল, একটি খরের গাদা ও নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।