ঢাকাSaturday , 27 February 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পুর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

TITUL ISLAM
February 27, 2021 11:03 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব শত্রæতার জেরে এনামুল হক(৩৮ ) নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অতর্কিত হামলায় গুরতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন এনামুলের বাবা শহিদুর রহমান। তাদের বাড়ি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ^র গ্রামে।

এ ঘটনায় এনামুলের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার সন্ধা ৬ টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের হরবানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এনামুল হক কাকিনা ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার শহিদুর রহমানের ছেলে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ২৬ ফেব্য়ারি সন্ধায় এনামুল তার সেচপাম্প হতে বাড়ীতে আসার পথে পুর্ব আক্রোশে পারিবারিক ও জমিজমার বিষয়কে কেন্দ্র করিয়া লাঠি সোটা,লোহার রড,ধারালো দা দিয়ে এনামুলের মাথা বরাবর আঘাত করে।

আঘাতে তার মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হওয়ায় মাঠিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবারের লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। যাহার ভর্তি রেজিঃ নং- ১৯৪৯/৩১। বেড নং-১৫। ভর্তির তারিখ-২৬/২/২০২১ইং।

আহত এনামুলের পিতা শহিদুর রহমান বলেন, এনামুলের মাথায় ৪ টি সেলাই হয়েছে। এ ছাড়া তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করে শনিবার ২৭ ফেব্রুয়ারি রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।