ঢাকাSaturday , 23 January 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ১৫০ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

TITUL ISLAM
January 23, 2021 9:29 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে ১৫০ টি গৃহহীন ও ভূমিহীন উপকারভোগীদের মাঝে, জমির দলিল ও নির্মিত ঘর হস্তান্তরের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় কালীগঞ্জ
উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্ধোধন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি পরিবার ও গৃহহীন থাকবে না।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর সুবিধাভোগীদের উদ্দোশ্য ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আবু জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম হেলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,অন্যান্য পেশাজীবীর ব্যক্তিগণ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
এসময় কাকিনা গোপাল রায় এলাকার ভূমিহীন আঃ রহমান জমিসহ ঘর পেয়ে বলেন, আমাদের জমি-ঘর ছিলনা জমি ও ঘর পাইছি এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের মতো অসহায় সসম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়িছেন। এখন আর অন্যের বাড়িতে রাত কাটাতে হবেনা। এখন নিজের বাড়িতেই শান্তিতে ঘুমোতে পারব।
ভূমিহীন আঃ রহমানের মতো উপজেলার সকল গৃহহীন পরিবার ঘর পেয়ে অনেক খুশি। তারা বলেন, অনেক কিছু সাহায্য পাইছি, কিন্তু টাকা পয়সা ছাড়া সরকার থেকে ঘর পাব এমন আশা কখনও করিনি। এজন্য আল্লাহর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
উপজেলা নির্বাহী রবিউল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলায় ১৫০টি ঘর বরাদ্দ পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলার ১৫০ ভুমিহীন ও গৃহহীন পরিবারের নামে ২ শতক করে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ঘরে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।
মুজিববর্ষে এমন মহতী উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।