ঢাকাMonday , 11 January 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইউএনওর আশ্বাসে ঘুরেও জুটলোনা কিছুই

TITUL ISLAM
January 11, 2021 3:09 pm
Link Copied!

আদিতমারী লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মৃত ফছির উদ্দিনের ছেলে একরামুলের সম্বল ছিল পৈত্রিক ৮ শতাংশ জমি।সেই ৮ শতাংশ ভিটের ৫ শতাংশ জমি সরকারের কাছে লিখে দেন কমিউনিটি ক্লিনিক করার জন্য।তার বাস্তভিটা এখন তিন শতাংশে।এসএসসি পাশ একরামুল কাজ করেন অন্যের দোকানে।কখনোবা রিক্সা ভ্যান চালান।সেখানে এখন ফকিরটারি কমিউনিটি ক্লিনিক।

একরামুলের জীবন নিয়ে রাইজিংবিডিতে প্রতিবেদন প্রকাশ হয়।তারপর অন্য অনেক মাধ্যমেই তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ পায়।

এরপর আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন একরামুলকে নিজ অফিসে ডেকে তার ভোটার আইডিকার্ড,মোবাইল নম্বর নিয়ে একটি ঘর বরাদ্দের দেয়ার কথা জানান।

এরপরই একরামুলকে ঘুরতে হয় অফিসে অফিসে,দোড়ে দোড়ে।

একরামুল জানায়-
তাকে বিভিন্ন সময় ডেকে নেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌফিক আহমেদ।তিনি একরামুলকে বিভিন্ন মানুষের সাথে দেখা করতে বলেন।সব শেষ ইউনিয়ন স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেয়ার আশ্বাস দিয়ে প্রাণি সম্পদ কর্মকর্তার কাছে পাঠান।উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তাকে কোনো সুযোগ নেই বলে জানান।

তৌফিক এলাহির সাথে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হতে হয় প্রতিবেদককে।

একরামুল আবেগআপ্লুত হয়ে বলেন,বাপদাদার সম্পদত্তি সরকারের নামে লিখে দিয়েছি।কমিউনিটি ক্লিনিক করার জন্য।সেখানে অনেক মানুষ সেবা পায়।আমার বাস্তভিটা ৩ শতাংশের ওপর।আমি সরকারকে জমি লিখে দিয়েছি জনসেবার জন্য,প্রতিদানের জন্য নয়।তবুও কেন এতবার এতগুলো অফিসে ঘুরালো!অযথা ঘোরাঘুরি করালো।কথা গুলো বলতে বলতে একরামুলের কণ্ঠ জড়িয়ে আসে।কথা আর বেরোয় না।

এত কিছুর পরও ৪ সন্তান সহ ৬ সদস্যের পরিবার নিয়ে সুখেই আছে এনামুল।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।