ঢাকাWednesday , 6 January 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট অনলাইন নিউজে সংবাদ প্রকাশের পর কদবানুকে ঘর দেয়ার আশ্বাস ইউএনও’র

TITUL ISLAM
January 6, 2021 1:47 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

গত ৪ জানুয়ারি লালমনিরহাট অনলাইন নিউজের ‘‘জীবনটায় শেষ হয়ে গেল বাদের রাস্তায় থাকতে তাও মোক একনা কাউ ঘর দেয় না বাবা ’-এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ সহ

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান এর দৃষ্টিগোচর হয়।

ওই সংবাদের প্রেক্ষিতে শ্রবণ প্রতিবন্ধী কদবানু বেগম (৭৫) সহায়তার হাত বাড়িয়ে দেয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি র নির্দেশে জেলা প্রশাসক আবু জাফর ডিসির সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।

বুধবার (৬ জানুয়ারী ) বিকেলে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের ২ বান্ডিল ঠেউ টিন ৬ হাজার টাকার একটি চেক, শুকনো খাবার এবং শীতবস্ত্র কদবানুর বাড়ীতে পৌঁছে দিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মোঃ মুর্শিদ হক।

জানুয়ারি ৫ তারিখ বিকালে অসহায় কদবানুর বাড়িতে যান। এ সময় তারা কদবানুর একটি ঘর দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।

সেই সাথে তাকে দুটি কম্বল প্রদান করেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ওখানে আরো কিছু মানুষ কে কম্বল প্রদান করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান কদবানু বেগম কে একটি ঘর দেওয়ার কথা লালমনিরহাট অনলাইন নিউজ কে নিশ্চিত করেন।

সহায়তা পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কদবানু । অশ্রুশিক্ত হয়ে তিনি বলেন , মন্ত্রী স্যারের সহায়তা পানুং। ইউএন স্যার সরকারি ঘর দিতে চাইলো। সাংবাদিক বাবারা দূতের মতো এসে মোর ভাঙা ঘরের ছবি দিয়ে খবর ছাপায়।

মোর খবর ছেপে দেওয়ায় টিন ও টাকা পানুং সরকারি ঘরও পাইম। ঘর পাওয়ার খবর শুনে মোর পরাণটা জুড়িয়ে গেল! আল্লাহ মন্ত্রী স্যার,ইউএনও স্যার,এসিল্যান্ড স্যার এবং পিআইও স্যারের সবসময় মঙ্গল করুক।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।