ঢাকাTuesday , 29 December 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পাথর বোঝাই ট্রাকে ৪৭ কেজি গাঁজাসহ ট্রাকও চালক আটক 

TITUL ISLAM
December 29, 2020 10:17 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা তুষভান্ডারে তৈল পাম্পের সামন থেকে পাথর বোঝাই ট্রাক থেকে ৪৭ কেজি গাঁজাসহ গাড়ি চালক গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ ।

আটক করা হয়েছে ট্রাকটিও।

গত ২৮- ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১২ টার সময় এসব মাদক আটক করেন কালীগঞ্জ থানার ওসি তদন্ত । কালীগঞ্জ থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে গত সোমবার রাত ১২ টা ৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজার এলাকার রওসন ফিলিং ষ্টেশনের সামন থেকে পাথর বোঝাই ট্রাকটি তল্লাশী চালিয়ে পাথরের ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি বস্তায় ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ট্রাকটি আটক করে যার নাম্বার – ঢাকা মেট্র- ২০-০৬৬৪।

এ ঘটনায় ট্রাকের ড্রাইভার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা এলাকার বেলাল হোসেনের ছেলে সুমন সরকারকে গ্রেফতার করা হয় এবং তিনজন পালিয়ে যায় ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত অভিযুক্ত সুমন সরকারসহ যারা পালিয়েছে তারা এই জেলার পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন সরকার স্বীকার করেছে যে, ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্ত হতে পাথর বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে

এবং পথিমধ্যে লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে বিশেষ কায়দায় ট্রাকে বোঝাইকৃত পাথরের মধ্যে গাঁজাসহ পাথর বোঝাই করে।

তারা দেশের উত্তরা লের সীমান্ত এলাকা থেকে সুকৌশলে বিভিন্ন পণ্য বোঝাইকৃত ট্রাকের মধ্যে করে মাদকের বড় চালান এনে অন্যান্য জেলা ও উপজেলায় পাইকারী সরবরাহ করতো।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে সুমন সরকার নামে একজনকে আটক করা হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।